জুমবাংলা ডেস্ক: গোপালগঞ্জ জেলা সদরে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগে ‘মুজিব কর্ণার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের ফিতাকেটে ‘মুজিব কর্ণার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় গোপালগঞ্জ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, গণপূর্ত ই-এম পিএন্ডডি বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মির্জা শিবলী মাহমুদসহ গণপূর্ত জোন, সার্কেল ও বিভাগের প্রকৌশলীগণ, কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
জেলায় গণপূর্ত বিভাগের এ ‘মুজিব কর্ণার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’-তে জাতির পিতা বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ছবি এবং বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন বই স্থান পেয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।