
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ স্টেশনে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ট্রেনটির যাত্রা বিরতির উদ্বোধন করেন সংসদ সদস্য মনোয়ার হসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। সকাল পৌনে এগারটায় সান্তাহার থেকে ছেড়ে আসা ৭১৩ আপ করতোয়া ট্রেনটি মহিমাগঞ্জ স্টেশনে পৌঁছালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আমিন শিমুল ট্রেনের পরিচালককে ফুলদিয়ে অভ্যর্থনা জানান।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসগুপ্ত, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারঃ) হায়দার আলী সহ মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। পরে প্লাটফর্মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে রেলের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান সংসদ সদস্য মনোয়ার হসেন চৌধুরী।
এছড়াও ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দাবি করে এবং মহিমাগঞ্জ স্টেশনের সার্বিক উন্নয়ন দাবি করে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


