Advertisement
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় কমলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার প্রাণহানি হয়েছে। আজ বুধবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বালুয়া বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত কমলা বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার দুপুরে বালুয়া বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি দ্রুতগামী ট্রাক পথচারী কমলা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মতিয়ার রহমান সরকার জুমবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।