গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের ‘বিরাট হাট’ এর সরকারি অর্থায়নে নির্মিত শেডগুলো (ঘর) অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর সেগুলোর দখল বাণিজ্যে মেতে উঠেছে এলাকার একটি প্রভাবশালী অসাধু চক্র।
আজ সোমবার (২৫ নভেম্বর) সরজমিনে গিয়ে দেখা গেছে, হাটের শেডগুলো বেদখল হয়ে যাবার কারণে যত্রতত্র জবাই করা হচ্ছে পশু। ফলে দিনদিন এলাকাগুলো হয়ে উঠছে অস্বাস্থ্যকর। মলমূত্র ও রক্তপঁচা দুর্গন্ধে ব্যবসায়ী ও ক্রেতাদের পক্ষে বাজারে থাকা অসম্ভব হয়ে পড়েছে।
হাটের কসাইখানা ও মাছপট্টির বিভিন্ন শেড (ঘর) দখল করে মোটা অংকের টাকার বিনিময়ে সেগুলো বিক্রি করার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, রাজাবিরাট হাটের ইজারাদারের লোকজন কিছু প্রভাবশালীদের সহায়তায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে বেশকিছু পজিশন বিক্রি করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা সত্ত্বেও থেমে নেই দখল বাণিজ্য।
এ বিষয়ে হাটের ইজারাদার আহসান হাবীব রাজু বলেন, এই হাটের দখল বাণিজ্য নিয়ে আমিও অভিযোগ করেছি। কিন্তু কোনও লাভ হয়নি।
গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন জানান, এ বিষয়ে তদন্ত গ্রহণপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।