Advertisement
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই হাট সড়কে নসিমনের ধাক্কায় তানিম (৫) নামে এক স্কুলছাত্রীর প্রাণহানি হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তানিম রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংগা গ্রামের আবেদ আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, নিহত তানিম স্কুল থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় নাকাইহাট থেকে আসা একটি নসিমন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।