Advertisement
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কুতুব আলী (৩৮) নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের বৈঠাখালি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কুতুব আলী মাগুরা জেলার সদর উপজেলার পারনন্দই গ্রামের প্রয়াত আহমেদ চৌধুরীর ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, কুতুব আলী ইক্ষু গবেষণা কেন্দ্রের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকালে গেটের সামনে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে প্রেরণ করে।
মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিহতের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি মেহেদী হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।