গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীবনের শেষ প্রান্তে এসে বয়স্ক ভাতার কার্ড পেলেন ১১১ বছরের বৃদ্ধ মো. আব্দুস সোবাহান মুন্সি। তিনি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জীবনপুর গ্রামের মৃত খাঁন মাহমুদ মুন্সির ছেলে।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল বাড়িতে গিয়ে আব্দুস ছোবাহান মুন্সির হাতে বয়স্ক ভাতার কার্ডটি তুলে দেন।
জানা গেছে, ১১১ বছরের বৃদ্ধ মো. আব্দুস সোবাহান মুন্সির কার্ড না পাওয়া নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন সোশাল মিডিয়ায় প্রকাশিত হবার পর তা জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। তারই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের নির্দেশে আজ রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল তাঁর বাড়িতে গিয়ে আব্দুস ছোবাহান মুন্সির হাতে বয়স্ক ভাতার কার্ডটি হাতে তুলে দেন।
দ্রুততম সময়ে কার্ড পেয়ে মহা খুশি তাঁর পরিবার। শয্যাশায়ী বৃদ্ধের হাতে বয়স্ক ভাতার কার্ড পৌঁছে দেয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel