গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই ইসরাইল হোসেনের (৩৩) ছুরির আঘাতে বড় ভাই ইসমাইল হোসেন (৩৬) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৮ আগস্ট) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইসমাইল হোসেনের মৃত্যু হয়। এর আগে শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন (৩৬) এবং অভিযুক্ত ইসরাইল হোসেন (৩৩) একই এলাকার চাতাল ব্যবসায়ী আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাইল হোসেন ও তার স্ত্রীর মধ্যে চলমান বিবাদের অবসান করতে রাত আনুমানিক ১০টায় বড় ভাই ইসমাইল হোসেন পারিবারিক সালিশের আয়োজন করে। সালিশের রায়ে ক্ষুব্ধ হয়ে ইসরাইল হোসেন বড়ভাই ইসমাইল হোসেনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এতে ইসমাইল হোসেন গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসারত অবস্থায় রবিবার (১৮ আগস্ট) সকালে ইসমাইল হোসেনের মৃত্যু হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ইসরাইল হোসেন পলাতক রয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ইসরাইল হোসেনকে আটকের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।