
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার ফাঁসিতলা হাটে এ ঘটনা ঘটে। আটককৃত সাইফুল ইসলাম উপজেলার জগদীশপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ফাঁসিতলা হাটে কয়েকটি দোকান খোলা ছিল। এ সময় সাইফুল ইসলাম নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকানের মালিকদের ধমকাধমকি করে জরিমানা হিসেবে টাকা দাবি করেন।
সন্দেহ হলে হাটে অবস্থানরত লোকজন সাইফুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রতারক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।