গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক পরিবহন আইন কার্যকর করার লক্ষ্যে জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে থানার চৌমাথা মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি নতুন সড়ক আইন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার পাশাপাশি সকলকে সড়ক আইন মেনে চলার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী, জেলা ট্রাফিক পুলিশের টি আই এডমিন আব্দুর নুর আলম সিদ্দিকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা, এলাকার সুধীবৃন্দ এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
পরে পুলিশ সুপার মহাসড়কে বিভিন্ন যানবাহনের চালকের সঙ্গে সচেতনতামূলক কথা বলেন এবং তাদের হাতে লিফলেট তুলে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।