Advertisement
বিনোদন ডেস্ক: ১৯৯৪ সালের সেই বিখ্যাত ছবি গোবিন্দ, কারিশমা অভিনীত, ডেভিড ধবন নির্দেশিত ‘রাজাবাবু’র গান আ আ ই ও ও মেরা দিল না তোড় ৷ গোবিন্দর সেই আইকনিক নাচ সঙ্গে চুলবুলি কারিশমা ৷ এই বিখ্যাত এই গানের ২৫ বছরের আগের গানে মাধুরী দীক্ষিতের সঙ্গে ফের কোমর দোলালেন গোবিন্দ ৷ নাচেগানে জমজমাট রিয়্যালিটি শো-এর মঞ্চ।
গোবিন্দা ও মাধুরী মিলে অভিনয় করেছেন ডেভিড ধবনের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে ৷ তবুও যেন স্টেজ মেতে উঠেছে রাজবাবুর সেই সুপারহিট গানে ৷ এই গোবিন্দা ও কারিশমার গানে গোবিন্দা ও মাধুরী মঞ্চ কাঁপিয়েছেন যা মুহূর্তেই হয়েছে ভাইরাল৷
এই ভিডিওটি প্রথম শেয়ার করা হয়েছে গোবিন্দ ও মাধুরীর ফ্যান পেজে ৷ ভক্তদের মধ্যে এই গান এমন ভাবে ছড়িয়েছে তার থেকেই বোঝা যাচ্ছে ফ্যানেদের মন কেড়েছে গানটি ভীষণ রূপে ৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।