
জুমবাংলা ডেস্ক : কুমিল্লার তিতাসে গোমতী নদীতে গোসল করতে নেমে ফাতেমা(৭) ও মনিজা(৬) নামে দুই বোন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে গোমতী নদীতে দাদীর সঙ্গে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই শিশু হেলা গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতেমা এবং মহসিন মিয়ার মেয়ে মনিজা। তারা চাচাতো বোন।
স্বজনদের বরাত দিয়ে প্রতিবেশী রাসেল মিয়া জানান, দুপুরে দাদীর সঙ্গে গোমতী নদীতে গোসল করতে গিয়ে তারা ডুবে যায়। দাদী মনে করেছেন তারা ডুব দিয়ে খেলছে। দীর্ঘ সময় হয়ে গেলেও তারা ভেসে না ওঠায় বাড়িতে থাকা লোকজনকে খবর দিলে নদীতে নেমে খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি। এরপর আমি নিজে ৯৯৯ ফোন দিলে প্রায় তিন ঘন্টা পর চাঁদপুর থেকে ডুবুরী দল এলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পায়নি।
উদ্ধার অভিযান চলমান থাকবে বলে জানান তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।