রবিবার চৌবে বলেন, গোমূত্র অত্যন্ত উপকারী। এতে বিভিন্ন ধরনের রোগ সারাবার ক্ষমতা রয়েছে। আর গোমূত্র থেকে তৈরি নানা ধরনের ওষুধ নাকি বাজারে বিক্রির ব্যবস্থা করছে ভারত সরকার। এইসব ওষুধ বাজারে এলেই হাতেনাতে প্রমাণ পাবে আগামী দিনের মানুষ। শুধু তাই নয়, ডায়াবেটিস ও ক্যানসারের মতো ভয়াবহ রোগ সারাবার ক্ষমতাও নাকি রয়েছে গোমূত্রের। এ নিয়ে নাকি গবেষণাও করছেন ভারতীয় বিজ্ঞানীরা। ২০৩০ সালের মধ্যেই নাকি এসব রোগ সারাবে গরুর মুত্র থেকে তৈরি ওষুধ।
এসময় তিনি আরো দাবি করেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাই-ও সুস্থ থাকার জন্য নিয়মিত গোমূত্র পান করতেন। তাই গোমূত্রের উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য সাধারণ মানুষের সামনে আনা উচিত বলেও মনে করেন অশ্বিনী চৌবে।
এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের কেন্দ্রীয় সরকার গরু সংরক্ষণ ও সুরক্ষার বিশেষ ব্যবস্থা করতে চাইছে বলেও মন্তব্য অশ্বিনী চৌবের।
এর আগে, বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা দাবি করেন, গোমুত্র পান করার ফলে তার ব্রেস্ট ক্যানসার সেরে গিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
আর এসব বিবৃতি যতই হাস্যকর হউক না কেন, এ নিয়ে কোনো বিবৃতি রাখেননি মোদি। বরং ক্ষমতায় আসার পর থেকে গো রক্ষার নামে বাড়াবাড়ি রকমের কর্মকাণ্ড করে চলেছে ক্ষমতাসীন দল বিজেপি। এসব উগ্রপনন্থি হিন্দুদের হাতে বেশ কয়েকজন সংখ্যালঘু নিহতও হয়েছেন।
ভারতীয় বিজ্ঞনীরা যখন চন্দ্রজয়ের ব্যাপক প্রচেষ্টা চালিয়ে বিশ্ববাসীর নজরে এসেছেন, তখন মোদির কতিপয় ধর্মান্ধ মন্ত্রী এই ধরনের বিবৃতি দিয়েই চলেছেন। এ নিয়ে মোদির মুখে কখনও কোনো প্রতিক্রিয়া শোন যায়নি।
ক্ষমতাসীন দল বিজেপির গরু-বন্দনা নতুন কোনো বিষয় নয়। ক্ষমতায় আসার পর থেকেই তারা গো রক্ষার নামে নানা অপতৎপরতা চালাচ্ছেন। এসব ধর্মান্ধ মানুষদের হাতে বেশ কয়েকজন সংখ্যালঘু মুসলিম নিহতও হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।