স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নারের সাথে সমঝোতায় পৌঁছেছে আর্সেনাল। এবারের গ্রীষ্মেই নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন থেকে লন্ডনের ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন টার্নার।
নিউ ই্যংলান্ড জানিয়েছে ২৭ বছর বয়সী এই গোলরক্ষক জুনের শেষে আর্সেনালে যোগ দিবেন। এ কারনে মেজর লিগ সকারের অর্ধ মৌসুম ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে টার্নার খেলার সুযোগ পাবেন।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় দলের জার্সি গায়ে ১৬টি ম্যাচ খেলেছেন টার্নার। বিশ^কাপ বাছাইপর্বে টার্নার ম্যানচেস্টার সিটির প্রথম গোলরক্ষকের এডারসনের ব্যাক-আপ জ্যাক স্টিফেনের সাথে মার্কিন দলে ছিলেন। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার টার্নার ২০১২-১৫ সাল পর্যন্ত কলেজ সকারে ফেয়ারফিল্ডের হয়ে খেলেছেন। ২০১৬ সালে এমএলএস ড্রাফটে তিনি উপেক্ষিত ছিলেন। কিন্তু তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৬ সালের মার্চে তিনি রেভ্যুলেশনের হয়ে চুক্তি করেন। এরপর ধারে তৃতীয় টায়ারের দল রিচমন্ড কিকার্সের হয়ে খেলেছেন। ২০১৭ সালে কিকার্স দ্বিতীয় টায়ারে উন্নীত হয়।
২০১৮ সালে টার্নারের এমএলস’এ এবং ২০২১ সালের জানুয়ারিতে জাতীয় দলে তার অভিষেক হয়। এরপর স্টিফেনের ব্যাক ইনজুরির কারনে বিশ^কাপ বাছাইপর্বে পাঁচটি ম্যাচেই যুক্তরাষ্ট্রের মূল দলে খেলেছেন। অক্টোবর ও নভেম্বরে বাছাইপর্বের তিনটি ম্যাচে স্টিফেন খেলার পর সাইডলাইনে চলে গেলে টার্নারের সুযোগ হয়।
যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বেরহল্টার বলেছেন, ‘কলেজ দল থেকে এখন সে জাতীয় দলে খেলছে। আর এখন তো আর্সেনালে যাচ্ছে। এটা সত্যিই অসাধারন এক গল্প। সবই তার কঠোর পরিশ্রমের ফসল।’ সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।