স্পোর্টস ডেস্ক: গোলাপি বলে ভারতীয় ব্যাটসম্যানদের বল করতে মুখিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক।
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় সফর করতে পারে বিরাট কোহলিরা। আর সেই সফরেই গোলাপি বলে কোহলিদের পরীক্ষা নিতে চান স্টার্ক।
গতবার ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলে টেস্ট খেলতে চায়নি ভারতীয় দল। এরপর সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হলে, কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলার আয়োজন করেন তিনি।
এদিকে ২০২০-২১ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে একটি দিবা-রাত্রির টেস্ট হবে বলেও আশ্বাস দেওয়া হয়।
আর সেই প্রেক্ষিতে সম্প্রতি অজি পেসার স্টার্ক বলেছেন, এই সিরিজে গোলাপি বলে টেস্ট ম্যাচ হলে তা দারুণ হবে। ক্রিকেটভক্তরা পছন্দ করবেন। ব্যাট-বলের লড়াইটাও দারুণ হবে বলেই মনে করছি। ভারতও ওদের ঘরের মাঠে গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলে ফেলেছে। তাই গোলাপি বলে কোহলিরা একেবারে যে অপরিচিত এমন নয়। ফলে দু’দেশের ক্রিকেট লড়াইটা বেশ ভালই জমবে।
এখনও পর্যন্ত দিবা-রাত্রি টেস্টে ৭টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। যার সাতটিতেই জয় পায় অজিরা। স্টার্ক বলেন, যদি অ্যাডভান্টেজের কথা বলা হয়, তাহলে বলতেই হবে, দিন-রাতের টেস্টে আমাদের রেকর্ড ভাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।