আমাদের দুনিয়ার অন্যতম আশ্চর্যের বিষয় হচ্ছে গোলাপী হ্রদ বা Pink Lake। বলিভিয়ার লাগোনা কলোরাডা এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অবাক করার মত বিষয় হচ্ছে হ্রদের গভীরতা মাত্র ৫ ফুট। অবসর বা বিনোদনের জন্য এ স্থানটি ব্যবহৃত হয়ে থাকে।
লেক ন্যাট্রন হ্রদটি দুই দেশের সীমান্তে অবস্থিত। দেশ দুটি হলো তানজানিয়া ও কেনিয়া। এ হ্রদ দেখতে টকটকে গোলাপীর মত মনে হবে। তবে এটি এতো বিপদজনক যে, এর সংস্পর্শে অভিযোজনহীম প্রাণীদের ত্বক ও চোখ পুড়ে যেতে পারে। যদিও এর সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর।
কৃষ্ণ সাগর ও আজভ সাগরের মধ্যবর্তী ক্রিমিয়ান উপদ্বীপে অবস্থিত সিভাশ লবণ উপহ্রদ। হ্রদগুলোর জল যতই অগভীর হোক না কেন, ক্রিমিয়ান উপদ্বীপের অর্থনীতির একটি অপরিহার্য অংশ এটি। কেননা, প্রতি মৌসুমে আন্তর্জাতিকভাবে এই লবণ সংগ্রহ করা হয় এবং রপ্তানির উদ্দেশ্য মজুদ ও প্রক্রিয়াজাত করা হয়।
সেনেগালে অবস্থিত লেক রেটবা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। মাত্র ১ বর্গ মাইল আয়তনের এই গোলাপী হ্রদ একইসাথে সেনেগালীয়দের লবণ সংগ্রহ ও পর্যটনের অন্যতম উৎস। একজন পর্যটক হিসেবে নভেম্বর-জুনের মধ্যবর্তী শুষ্ক মৌসুমে এখানে ভ্রমণের জন্য বের হওয়া উচিত। কেননা এসময় এর গোলাপী আভা সবচেয়ে বেশি আলোক বিচ্ছুরণ করে।
স্পেনে অবস্থিত লাস স্যালিনাস দে তোরেভিজা হ্রদ ধীরে ধীরে গোলাপী হ্রদে পরিণত হয়। হ্রদের প্রাণীদের প্রজনন মৌসুমে কখনো যদি এই হ্রদে যান, তবে দেখতে পাবেন হাজারও ফ্ল্যামিঙ্গো ও জলজ পাখির আনাগোনা, যা আপনার মন ভরিয়ে দেবে আনন্দের আবেশে।
পশ্চিম অস্ট্রেলিয়ার হাট উপহ্রদ বিভিন্ন ঋতুতে গোলাপী বর্ণের আবরণে পরিবর্তন আনে। হ্রদের প্রধান রঙ যদিও গোলাপী, তবে এর অন্য রঙ, যেমন- লাল, নীল, বেগুনিও সমানভাবে আকৃষ্ট করে পর্যটকদের। শুভ্র সকাল ও সূর্যাস্তের সময় সবচেয়ে সুন্দর দেখায় এই হ্রদের দৃশ্যপট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।