Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: শীর্য স্থানীয় মনোনীতদের ডিঙিয়ে ব্রিটিশ চলচ্চিত্রকার সাম মেন্ডেনস রোববার যুদ্ধের ছবি ‘১৯১৭’ পরিচালনার জন্যে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়ে সকলকে বিস্মিত করেছেন। খবর এএফপি’র।
তিনি দক্ষিণ কোরিয় পরিচালক বং জুন-হো ( প্যারাসাইট), টড ফিলিপ-(জোকার), মারটিন স্কোরসিস-(‘দি আইরিশম্যান’) এবং কুইনন্টিন টারানটিনো (ওয়ানস আপন-এর এ টাইম. . .ইন হলিউড) পরিচালকদের পরাস্ত করে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।