জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোয়ালে বিষ দিয়ে দুটি ষাঁড় মেরে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন গরুর মালিক রফি ফকির।
তিনি জানান, এক লাখ ৭০ হাজার টাকায় গরু দুটি পাশের গ্রামের এক ব্যাপারীর কাছে বিক্রি কর হয়। আজ বৃহস্পতিবার সকালে তার গোয়াল থেকে নিয়ে যাওয়ার কথা ছিল সেগুলো। কিন্তু ভোরে দেখা যায়, গোয়ালের ভেতর মরে পড়ে আছে গরু দুটি। শরীর থেকে বিষের গন্ধ বের হচ্ছে।
রফি ফকির বলেন, ‘আজ সকালেই আমার বাড়ির গোয়াল ঘর থেকে নিয়ে যাওয়ার কথা ছিল ষাঁড় দুটি। বিষয়টি জানতে পেরেই এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে কেউ।’ পূর্বশক্রতার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানান রফি।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, খবর শুনেই ঘটনাস্থলে যান। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের কঠোর শাস্তির দাবি হবে বলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।