স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া ব্রিসবেনের গ্যাবায় টেস্টের চতুর্থ ইনিংসে রেকর্ড ৩২৮ রান তাড়া করে জিতেছে ভারত। এর আগে এই মাঠে সর্বোচ্চ ২৩৬ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ভারতের টেস্ট ইতিহাসে এর চেয়ে বড় লক্ষ্য তাড়া করে জেতার নজির আছে মাত্র দুটি।
গ্যাবায় গত ৩২ বছরে টানা ৩১ টেস্টে অপরাজিত থাকার পর হারল অস্ট্রেলিয়া। এই মাঠে তারা ভারতের আগে সবশেষ হেরেছিল ১৯৮৮ সালের নভেম্বরে ভিভ রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। নির্দিষ্ট কোনো ভেন্যুতে টানা সবচেয়ে বেশি টেস্টে অপরাজিত থাকার রেকর্ড পাকিস্তানের। ১৯৫৫ থেকে ২০০০ সালের মধ্যে করাচি জাতীয় স্টেডিয়ামে টানা ৩৪ টেস্টে অপরাজিত ছিল পাকিস্তান।
এশিয়ার প্রথম দল হিসেবে গ্যাবায় টেস্ট জিতল ভারত। এই মাঠে এশিয়ান দলগুলোর বিপক্ষে আগের ১৫ টেস্টের ১২টি জিতেছে অস্ট্রেলিয়া। বাকি তিনটি ড্র হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।