স্যামসাং গ্যালাক্সি এস২২ Samsung Galaxy S22 সিরিজের নতুন ফোন আসছে বাজারে। স্যামসাং এর ফ্লাগশিপ এই সিরিজে গ্যালাক্সি এস২২, গ্যালাক্সি এস ২২ প্লাস এবং এস ২২ আল্ট্রা মডেলের ৩ টি ভেরিয়েন্টের ফোন আসছে।
২০২২ সালের জানুয়ারিতেই বাজারে পাওয়া যেতে পারে এস ২২ সিরিজের নয়া এই তিন ফোন।
ইতিমধ্যে বেশকিছু টেক পোর্টালে নতুন ফোনের ছবি ফাঁস হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আগের গ্যালাক্সি এস২১ সিরিজের আদলেই দেখতে হয়েছে নতুন ফোন। তবে স্পেকসে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে।
৯১ মোবাইলস, অনলিকস-এর ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে গ্যালাক্সি এস ২২ ফোনের ছবি। যেখানে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড প্যানেলের কথা বলা হয়েছে গ্যালাক্সি এস২২ প্লাস ডিজাইনে।
কার্ভ সাইড এজ এবারও দেওয়া হয়নি ফোনে। সেই জায়গায় ফ্ল্যাট ব্যাক পেয়েছে ফোন। তবে পিছনে এস২১ সিরিজের আদলে ক্যামেরা বাম্প রয়েছে। পাঞ্চ হোল নচ রয়েছে আগের সিরিজের মতোই। ডান দিকেই আগের মতো ভলিউম রকার ও পাওয়ার বাটন দিয়েছে কোম্পানি। স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে সব মিলিয়ে তিনটে রিয়ার ক্যামেরা দিয়েছে স্যামসাং।সেন্সরের ক্ষেত্রে কোনও ধরনের বড় পরিবর্তন করেনি কোম্পানি।
মেটা: ফেসবুকের মূল কোম্পানির নতুন নাম
ইতিমধ্যেই ৩সি সার্টিফিকেশন উত্তীর্ণ হয়েছে গ্যালাক্সি এস ২২ আল্ট্রা। এই ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি ছাড়াও দেওয়া হবে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং। যা এই সেগমেন্টে প্রথম।
স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাসে থাকছে ৪৫০০ এমএএইচের ব্যাটারি। অন্তত তেমনই রিপোর্ট প্রকাশ করেছে গিজ চায়না।
শোনা যাচ্ছে, এবারও নতুন স্যামসাং গ্যালাক্সি এস২২ Samsung Galaxy S22 সিরিজে তিনটি ফোন লঞ্চ করবে স্যামসাং। সব মডেলেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৯৮ চিপসেট দেওয়া হবে।
ফেসবুক প্রোটেক্ট এর কারণে আগামীকাল থেকে বন্ধ হতে পারে আপনার ফেসবুক
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.