বাজারে আসার আগেই গ্যালাক্সি ওয়াচ সেভেন সিরিজ নিয়ে নতুন সব গুঞ্জন প্রকাশ্যে আসছে। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্যানুযায়ী, ওয়াচ সেভেনে ব্লাড সুগার বা রক্তে শর্করার হার শনাক্তের ফিচার থাকতে পারে। খবর গিজমোচায়না।
ওয়াচ সেভেন সিরিজের অধীনে স্যামসাং তিনটি মডেল উন্মোচন করতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। কোম্পানির এসভিপি হন পাক সম্প্রতি স্যামসাংয়ের হেলথ অ্যাডভাইজরি বোর্ডের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি ব্লাড সুগার শনাক্তের ফিচার ছাড়াও ওয়্যারেবল ডিভাইসে এআইয়ের ব্যবহার শুরুর বিষয়ে আলোচনা করেন।
বাদ পড়ে আমার জন্য ভালো হয়েছে : মিরাজ
আলোচনা সম্পর্কে অবগত সূত্রের তথ্যানুযায়ী, স্যামসাং হয়তো আসন্ন গ্যালাক্সি ওয়াচ সেভেন সিরিজে ব্লাড সুগার বা গ্লুকোজ শনাক্তের ফিচার যুক্ত করতে পারে। স্যামসাং ছাড়াও অ্যাপলের মতো প্রযুক্তি কোম্পানিগুলোও তাদের ওয়্যারেবল ডিভাইসে স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন ফিচার যুক্ত করতে কাজ করছে। প্রযুক্তিবিশারদদের মতে, ব্লাড সুগার বা রক্তে শর্করার হার পরিমাপের সুবিধা ডায়াবেটিসে আক্রান্তদের জন্য সহায়ক হবে। পাশাপাশি বাকিদের সতর্ক থাকতে সহায়তা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।