গ্যালাক্সি বুক সিরিজে নতুন ল্যাপটপ আনল স্যামসাং। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন Galaxy Book ল্যাপটপ উন্মুক্ত করা হয়। একসঙ্গে ল্যাপটপের তিনটে ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি। প্রতিটি ল্যাপটপেই রয়েছে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম।
আমেরিকায় নিজেদের ল্যাপটপের বাজার ধরতে এবার গ্যালাক্সি বুক সিরিজ লঞ্চ করল Samsung। একসঙ্গে ল্যাপটপের তিনটে ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি। প্রতিটি ল্যাপটপেই রয়েছে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম। Galaxy Book, Galaxy Book Odyssey ছাড়াও Galaxy Book Pro 360 5G ল্যাপটপ লঞ্চ করছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট।
এই প্রতিটি ল্যাপটপের মধ্যেই স্টিরিও স্পিকারের সঙ্গে ডলবি অ্যাটমোস দিয়েছে কোম্পানি। 720p HD ওয়েবক্যাম দেওয়া হয়েছে এই তিনটি নতুন প্রযুক্তির ল্যাপটপে। পাশাপাশি সবকটিতেই রয়েছে ডুয়েল অ্যারে স্পিকার। এবার ওয়াইফাই ৬ দেওয়া হয়েছে ল্যাপটপগুলিতে। সলিড বিল্টআপের জন্য অ্যালুমুনিয়াম বডি দেওয়া হয়েছে তিনটি ল্যাপটপে। যার মধ্যে Galaxy Book Odyssey-র ডিজাইন ল্যাঙ্গোয়েজ অন্যদের থেকে আলাদা।
Galaxy Book, Galaxy Book Odyssey, Galaxy Book Pro 360 5G Price: নতুন Galaxy Book-এর দাম শুরু হয়েছে ৭৪৯.৯৯ ডলার( ভারতীয় মুদ্রায় ৫৬,৩০০ টাকা) । Galaxy Book Odyssey ও Galaxy Book Pro 360 5G -র দাম শুরু হচ্ছে ১৩৯৯.৯৯ ডলার বা ১,০৫,১০০ টাকা থেকে।
গ্যালাক্সি বুক-এর স্পেসিফিকেশন: 15.6 -ইঞ্চির এই ল্যাপটপে রয়েছে ফুল এইচডি এলইডি স্ক্রিন। কোম্পানি এতে টাচ সাপোর্টের সুবিধা দিয়েছে। ডিভাইসে রয়েছে Intel Core i5-1135G7 প্রসেসর। ১৬GB RAM ও ২৫৬ ও ৫১২এসএসডি স্টোরেজের অপশন রয়েছে এই ল্যাপটপে। ১.৫৯ কিলো ওজনের এই ল্যাপটপে রয়েছে ৫৪ ওয়াটের ব্যাটারি।
গ্যালাক্সি বুক Odyssey-র স্পেসিফিকেশন: ল্যাপটপে রয়েছে 15.6-inch full-HD LED ডিসপ্লে।ডিভাইসে থাকছে Intel Core i7-11600H processor। 8GB, 16 ও 32GB RAM অপশন দেওয়া হয়েছে ল্যাপটপে। সঙ্গে রয়েছে ৫১২ ও ১ টিবি স্টোরেজ অপশনের সুবিধা।৮৩ ওয়াটের ব্যাটারি ছাড়াও ল্যাপটপের ওজন ১.৮৫ কিলোগ্রাম।
গ্যালাক্সি বুক Pro 360 5G-এর স্পেসিফিকেশন: 13.3 ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এই ল্যাপটপে। যাতে রয়েছে টাচ সাপোর্টের সুবিধা। Intel Core i5-1130G7 processor দেওয়া হয়েছে এই ডিভাইসে। যাতে 8GB RAM ও 256GB SSD স্পোরেজ অপশন ছাড়াও রয়েছে 16GB RAM and 512GB স্টোরেজ ভার্সনের সুবিধা।দুটো ভ্যারিয়েন্টেই Intel Iris Xe graphics দিয়েছে কোম্পানি। ১.১০ কিলোগ্রামের এই ল্যাপটপে রয়েছে ৬৩ ওয়াটের ব্যাটারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।