strong>আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় বাজেটের আগে ভারতের নাগরিকদেরকে গ্যাসের দাম কমানোর সুখবর দেওয়া হয়েছে। ভর্তুকিবিহীন সিলিন্ডার প্রতি ১০১ রুপি কমতে চলেছে রান্নার গ্যাসের দাম। সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার থেকেই গ্যাসের দাম কমানোর ঘোষণা দেয় ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি)।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তরলীকৃত গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বর্তমান দাম ৭৬৩ রুপি ৫০ পয়সা। তা কমে হতে চলেছে ৬৬২ রুপি ৫০ পয়সা। সোমবার থেকেই এই টাকা দিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে পারবে গ্রাহকেরা।
অন্যদিকে, ১৯ কেজি নন-ডমেস্টিক সিলিন্ডারের দাম ১৮৭ রুপি ৫০ পয়সা কমিয়েছে ভারতীয় রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি। এর ফলে নতুন দাম হয়েছে ১১৮৮ রূপি ৫০ পয়সা। এই দামও সোমবার থেকেই কার্যকর হবে।
ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল গ্যাসের দাম কমে যাওয়া এবং ডলার ও রুপির লেনদেন ভালো হওয়ায় এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
সূত্র: ইন্ডিয়া টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।