বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের দাম বৃদ্ধি চাপের মুখে রয়েছে। সাম্প্রতিক সময়ে গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে শিল্পোদ্যোক্তারা দাবি জানান যেন এ গণশুনানি বাতিল করা হয়। ভোক্তা সংগঠন ক্যাব গ্যাসের দাম বৃদ্ধি সমর্থন করে না।
দেশে চাহিদার তুলনায় গ্যাসের জোগান কমপক্ষে ২৫ ভাগ কম। শিল্পের বর্ধিত চাহিদা পূরণে আপাতত এলএনজি আমদানিই ভরসা। এতে প্রতি ইউনিটে খরচ পড়ে ৭২ টাকার ওপরে। এজন্য বিতরণ, সঞ্চালন কমিশনসহ নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটরে সরবরাহ করা প্রতি ইউনিট গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ দশমিক ৭২ টাকার প্রস্তাব করে পেট্রোবাংলা।
এরইমধ্যে প্রতিশ্রুতি পাওয়া শিল্পের অনুমোদিত লোডের ৫০ শতাংশের বেশি ব্যবহারে এবং পুরোনো শিল্পের অনুমোদিত লোডের বেশি গ্যাসের ওপর এই দর কার্যকরের প্রস্তাব তাদের।
কয়েক সপ্তাহ আগে থেকেই শিল্প মালিকরা দর বৃদ্ধির প্রস্তাব খারিজ করার দাবি জানান। তারপরও বুধবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানি শুরু করে বিইআরসি। তখন অংশীজনরা তীব্র বিরোধিতা করে বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ ও আর শিল্প খাত।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘আপনি একই ইন্ডাস্ট্রি, এক্সিসটিং যা আছে তারা একটা রেটে অপারেট করবে, তার কস্ট একটু কম হবে। যদি সে এক্সপানসনে যায় তার একটা রেট। তার কস্ট ভিন্ন। যদি নতুন হয় তাহলে আরেক রেট। এভাবে কিভাবে কমপিট করবে?’
বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘আপনার অদক্ষতার জন্য আমাদেরকে অদক্ষ উদ্যোক্তা বানিয়ে দেবেন, দেশকে দেউলিয়া করে দেবেন, এটা হতে পারে না। সত্যি যদি দেশের পরিবেশের কথা চিন্তা করে, অর্থনীতির কথা চিন্তা করে, যারা এই কাজগুলো সামনে আনল, তাদের তো প্রস্তাব করা উচিত ছিল কিভাবে এটা ২৩ টাকা–২৪ টাকার মধ্যে আনা যায়।’
ভোক্তাদের সংগঠন ক্যাবের পক্ষে বলা হয়, সরকার জ্বালানি খাতের দুর্নীতি বন্ধের উদ্যোগ নিলে দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। কোনো ভাবে ১০ থেকে ১২ ভাগ সিস্টেম লস গ্রহণযোগ্য নয় বলে মত তাদের।
ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, ‘কোনো অবস্থাতেই যেন আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া না হয়। ৩ হাজার ৪০০ কোটি টাকা বাড়ানোর জন্য ৩০ টাকা থেকে ৭৫ টাকা করার যে প্রস্তাব সেটা ভয়ংকর রকমের গণবিরোধী।’ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে ক্যাবের মানববন্ধন হয় বিয়াম ভবনের সামনে। বুধবার শুনানিতে পাওয়া মতামত পর্যালোচনা করে গ্যাসের দামের সিদ্ধান্ত জানাবে বিইআরসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।