জুমবাংলা ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল জিরো পয়েন্টে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইন লিকেজ হয়ে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। জায়গাটিতে দিয়াশলাই কিংবা সিগারেটের আগুনের স্পর্শ পেলে জ্বলে উঠছে। ওই সড়ক দিয়ে যাতায়াত করছে বিভিন্ন ধরনের পরিবহন, এতে করে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও স্থানীয়রা। আর কর্তৃপক্ষ বলছেন, তারা বিষয়টি জানেন। এক সপ্তাহের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে।
আজ শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, দিয়াশলাই কিংবা সিগারেটের আগুন থেকে আগুন ছড়িয়ে পড়ছে। পানি পেলে বুদবুদ করছে। প্রায় ৫০-৭০ ফুট জায়গা জুড়ে এমন পরিস্থিতি দেখা গেছে। না জেনে মারাত্মক ঝুঁকি নিয়ে চালকরা এর উপর দিয়ে গাড়ি চালাচ্ছেন। আবার অনেক সময় এ জায়গায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে।
স্থানীয়রা জানিয়েছে, এতে করে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গাড়িচালকরা জানিয়েছেন, এভাবে রাস্তার উপর দিয়ে গ্যাস বের হতে থাকে তাহলে গাড়ির নিচ দিয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবন রয়েছে।
স্থানীয় শাহীন হোটেলের ম্যানেজার আবদুল আলিম জানান, গত কয়েক মাস ধরে এভাবে গ্যাস নির্গত হচ্ছে। বাখরাবাদ গ্যাস কোম্পানির লোকজনদেরকে জানালে তারা বালু ছিটিয়ে দিয়ে চলে যান। ব্যস্ততম সড়কে গাড়ি ছাড়াও অসংখ্য দোকানপাট রয়েছে। এ অবস্থায় সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ফেনীর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক শাহাব উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। কারণ মহাসড়কে কাজ করতে গেলে অনুমতির প্রয়োজন আছে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে লাইনটি মেরামত করব।’
ফেনীর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যান চলাচল স্বাভাবিক রেখে কীভাবে মেরামত করা যায়, সেটি দেখছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।