বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে যে নিষেধাজ্ঞা ছিল তা আংশিক প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে প্রতিষ্ঠানটি অব্যবহৃত সিম বিক্রি করতে পারবে। তবে নতুন সিম বিক্রি বন্ধের নিষেধাজ্ঞা বহাল থাকছে, জানিয়েছে বিটিআরসি।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, গ্রামীণফোন তাদের কাছে থাকা অব্যবহৃত সিম বিক্রি করতে পারবে। তবে সেবার মান উন্নত না হওয়া পর্যন্ত নতুন সিম বিক্রি বন্ধ থাকবে।
টানা ১৫ মাস অব্যবহৃত থাকা সিম সংশ্লিষ্ট অপারেটর বিক্রি করতে পারে। এক্ষেত্রে তিন মাসের জন্য নোটিশ দেওয়া হয়। সব মিলিয়ে টানা ১৮ মাস অব্যবহৃত থাকার পর সিম বিক্রি করতে পারে অপারেটরগুলো।
গত ২৯ জুন অনির্দিষ্টকালের জন্য গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি। মানসম্মত সেবা নিশ্চিত করতে পারলেই কেবল নতুন সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন।
বিটিআরসির হিসাব অনুযায়ী, দেশে গত জুলাই পর্যন্ত মোবাইল ফোন অপারেটরদের সক্রিয় গ্রাহকের সংখ্যা ১৮ কোটি ৪০ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪০ লাখ ৮০ হাজার, রবির ৫ কোটি ৪৭ লাখ ৭০ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৮৪ লাখ ৮০ হাজার এবং টেলিটকের ৬৭ লাখ এক হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।