গ্রামীণফোনকে ৩ মাসের মধ্যে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ

গ্রামীণফোন

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা দাবির প্রায় ১২ হাজার ৫৮০ কোটির টাকার মধ্যে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে (জিপি) তিন মাসের দুই হাজার কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। খবর ইউএনবি’র।

রবিবার হাইকোর্টের এক আদেশের বিরুদ্ধে জিপির আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এতে আরও বলা হয়, গ্রামীণফোন যদি এই অর্থ পরিশোধে ব্যর্থ হয় তবে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল হয়ে যাবে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকা আদায়ের ওপর দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট।

গত ২৪ অক্টোবর ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে গ্রামীণফোন আপাতত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) কত টাকা দিতে পারবে তা জানাতে বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ১৪ নভেম্বর শর্ত মানলে বিটিআরসিকে ২০০ কোটি টাকা দিতে রাজি হয় গ্রামীণফোন।

প্রায় ২৭টি খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি করে গ্রামীণফোনকে গত ২ এপ্রিল চিঠি দেয় বিটিআরসি। কয়েক দফা চেষ্টায় সেই টাকা আদায় করতে না পেরে লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে নোটিস পাঠায় বিটিআরসি।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *