গ্রামীণফোনের ফাইভজি ট্রায়াল শুরু

গ্রামীণফোনের ফাইভজি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের আট বিভাগীয় শহরে ফাইভজি ট্রায়াল শুরু করেছে গ্রামীণফোন। গত ২৬ জুলাই ঢাকা ও চট্টগ্রামে সফলভাবে ফাইভজি ট্রাায়াল পরিচালনা করার পর অন্য বিভাগীয় শহরেও এ ট্রায়াল শুরু হয়েছে।
গ্রামীণফোনের ফাইভজি
এই ট্রায়াল উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও মিডিয়া স্টেকহোল্ডাররা গ্রামীণফোনের ইনোভেশন ল্যাবে ফাইভজি সেবা ব্যবহারের অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পান। তারা এআর ভিডিও, ভিআর গেমিং, রোবটিক আর্মস, এআর সেলফি ও ক্লাউড গেমিংসহ প্রযুক্তিগত নানা অভিজ্ঞতা লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। আরো উপস্থিত ছিলেন বিটিআরসির কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ ও সৈয়দ দিলজার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান অনুষ্ঠানে ফাইভজি বিষয়ে কিনোট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘দেশজুড়ে ধারাবাহিকভাবে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। এতে প্রমাণিত হয়, আমাদের দেশ ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা জানি সেবা প্রদানে কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সবাই কাজ করছি। কিন্ত বিষয়টা এমন নয় যে, নতুন প্রযুক্তিকে স্বাগত জানানো যাবে না। আমাদের বিশ্বের সাথে তাল মিলেয়ে প্রযুক্তি সুবিধা নিতে হলে সকল প্রযুক্তি মানুষের কাছে নিয়ে যেতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা উন্মোচনে আমাদের ফাইভজির মতো উন্নত প্রযুক্তি প্রয়োজন। ‘

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধাকে কাজে লাগিয়ে চলমান ডিজিটালাইজেশন ত্বরাণ্বিত করার মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ এর লক্ষ্য অর্জনের দায়িত্ব আমাদের সবার। ‘

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় ফাইভজি কানেক্টিভিটির অভিজ্ঞতা গ্রহণের সুযোগ তৈরি করবে গ্রামীণফোন। এসব এলাকার মধ্যে রয়েছে- গুলশান জিপিসি, বিটিআরসি সার্ভিস আইবি (ঢাকা), বুয়েট বিল্ডিং, মিরাবাজার (সিলেট), কলাতলী (কক্সবাজার), খুলনা, মংমনসিংহে গ্রামীণফোনের আঞ্চলিক অফিস, রাজশাহী আলুপট্টি মোড়, রংপুর নিউ মার্কেট (সিটি করপোরেশন, পায়রা চত্বর), চট্টগ্রামে পাহাড়তলী ও কুমিল্লায় গ্রামীণফোনের আঞ্চলিক অফিস।