জুমবাংলা ডেস্ক: পোশাকের মাধ্যমে মানুষের লাইফ স্টাইলের উন্নয় সম্ভব এই ধারণাকে সর্বজনীন করতে নারায়ণগঞ্জে গ্রামীণ ইউনিক্লো’র ১৮ তম আউটলেট উদ্বোধন হয়েছে।
সদ্য উদ্বোধন হওয়া এই শো-রুমটিতে পাওয়া যাচ্ছে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় গিফ্ট।
শোরুমটি উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ইউনিক্লো’র হেড অব সেলস হিরোকি ওকাসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রামীণ ইউনিক্লোর কর্মকর্তারা জানান, গ্রামীণ ইউনিক্লো’র সামাজিক ব্যবসায় উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেবার অংশ হিসেবে এই শোরূম উদ্বোধন। পোশাকের মাধ্যমে মানুষের লাইফ স্টাইলের উন্নয়নই গ্রামীণ ইউনিক্লো’র উদ্দেশ্য। গ্রামীণ ইউনিক্লোর ব্র্যান্ড কনসেপ্ট কমর্ফোটেবল। তাই কমর্ফোটেবল পোশাক যাতে কমর্ফোটেবল স্টোরে মানুষ কেনাকাটা করতে পারে সেটি নিশ্চিত করতে কাজ করছে গ্রামীণ ইউনিক্লো।
গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে মূলত ৩টি বৃহৎ সামাজিক উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এগুলো হচ্ছে-
১. প্রতিষ্ঠানে কর্মরত মানব সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ব বাজারের উপযোগী মানব সম্পদে পরিণত করা ও সর্বোচ্চ মানের কর্মপরিবেশ প্রদানের মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হওয়া।
২. দেশীয় পোশাক শিল্পের প্রযুক্তি, উৎকর্ষতা ও কমপ্লাইয়েন্স উন্নয়নের জন্য একসাথে কাজ করা ও র্গামেন্টস শিল্পে নিয়োজিত মানব সম্পদকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা যা সুস্থ ও সঠিক জীবন যাপনে সহায়তা করা।
৩. দারিদ্রতা ও প্রাকৃতিক দূর্যোগে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা এবং এর মাধ্যমে এই দুস্থ ও অসহায় মানুষের ভালোবাসার প্রতিষ্ঠানে পরিনত হওয়া।
গ্রামীন ইউনিক্লো আউলেট লোকেশন: বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মোহাম্মদপুর রিং রোড, মিরপুর-১২,ধানমন্ডি মেট্রো শপিং মল, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ওয়ারী র্যাংকিন স্ট্রিট, গুলশান বাড্ডা লিংক রোড, সাভার সিটি সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, বেইলি রোড, জয়দেবপুর বাজার রোড, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু রোড স্টোর এবং নরসিংদী বৌয়াকুঢ় মোড়।
গ্রামীণ ইউনিক্লো’র এই শোরুমগুলোতে পাবেন পরিচ্ছন্ন, আরামদায়ক, আধুনিক ডিজাইনের সব পোশাক। দামও থাকবে আপনার হাতের নাগালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।