জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের অবস্থা দেখতে এবং ব্যক্তিগত অর্থায়নে দেওয়া খাদ্য সামগ্রী বিতরণের খোঁজখবর নিতে পুরো বাঞ্ছারামপুর উপজেলা ঘুরে বেড়ালেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।


এ সময় মানুষেকে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষকরা কোন সমস্যায় আছেন কিনা, প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন কিনা বা তাদের কোন সমস্যা আছে কিনা তা জানতে চান তিনি।
জানা গেছে, ব্যক্তিগত অর্থায়নে এলাকার সাড়ে ১২ হাজার কর্মহীন ও অস্বচ্ছল পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম। দলের নেতাকর্মীদের সহায়তায় ঘরে ঘরে সেগুলো পৌঁছে দেওয়া হয় তালিকা অনুসারে। উপজেলা সদর থেকে বিভিন্ন গ্রামে ত্রাণ পাঠানোর কাজও নিজে দাঁড়িয়ে তদারকি করেন তিনি। পরে মানুষের অবস্থা নিজে চোখে দেখতে শনিবার দুপুরের পর দরিকান্দি গ্রাম থেকে গাড়িতে যাত্রা শুরু করেন তাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি জানান- রাত পর্যন্ত ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার সবকয়টি গ্রামে গিয়েছেন ক্যাপ্টেন (অব:) তাজ। এ সময় বিভিন্ন স্থানে দাঁড়িয়ে তিনি দলের নেতাকর্মী এবং গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন। তাদের সামগ্রিক খোঁজখবর নেন।
ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম বলেন, ইতোপূর্বে আমরা যে ত্রাণ দিয়েছি সেটি সঠিকভাবে পৌঁছেছে কিনা, প্রকৃতপক্ষে মানুষের কল্যাণ হচ্ছে কিনা তা সরজমিনে দেখা এবং মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার জন্যে নির্বাচনী এলাকার সব গ্রামেই আমি গিয়েছি। এসময় কারো কোন সমস্যা আছে কিনা তা জানার চেষ্টা করেছি। মোট কথা হৃদয়ের তাগিদ থেকেই ছুটে গেছি আমি এলাকার মানুষের কাছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



