জুমবাংলা ডেস্ক : ই-অরেঞ্জ নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে যুক্ত ছিলেন এমপি ও সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। তাকে দেখে অনেক গ্রাহক পণ্য কেনায় আগ্রহ প্রকাশ করে অর্থ লেনদেনও করেছিলেন। কিন্তু সম্প্রতি পণ্য না পেয়ে মাশরাফির বাড়ির সামনে যুক্ত হচ্ছেন গ্রাহকরা।
সোমবার (১৬ আগস্ট) বিকালে গুলশানে প্রতিষ্ঠানটির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভের পর মিরপুরে মাশরাফির বাসার উদ্দেশ্যে যায় গ্রাহকরা। তারা জানান, খোদ মাশরাফিই তাদেরকে আলোচনার জন্য ডেকেছেন।
এ বিষয়ে মাশরাফি জানান, তার সাথে ই-অরেঞ্জের চুক্তি শেষ হয়ে যাওয়ায় আইনি প্রক্রিয়ায় তিনি কিছু না করতে পারলেও সাধারণ মানুষদের পাশে থাকবেন। যাতে পণ্য সাধারণ গ্রাহকদের হাতে তুলে দেওয়া যায় সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
জানা যায়, শুভেচ্ছা দূত হিসেবে ৬ মাসের জন্য ই-অরেঞ্জের সাথে চুক্তি করেছিলেন মাশরাফি বিন মর্তুজা। গত ১ জুলাই তার মেয়াদ শেষ হয়। ই-অরেঞ্জের সাথে মাশরাফির সংশ্লিষ্টতা থাকায় পণ্য না পেয়ে তার বাড়ির সামনে জড়ো হন হাজার দুয়েক লোক। অনেকে ফোনেও যোগাযোগের চেষ্টা করেছেন।
মাশরাফি বলেন, আইনি প্রক্রিয়ায় আমার কিছু করার নেই। কিন্তু আমি সাধারণ মানুষের পাশে থাকতে চাই। শেষ পর্যন্ত চেষ্টা করব তাদের জন্য কিছু করতে। দুপুর থেকে আমি চেষ্টা করছি। মালিকের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছেন উনাদের মালিকানা পরিবর্তন হয়েছে। ১৯ তারিখ থেকে ডেলেভারি দেওয়া শুরু করবে। এরপর তো আর বেশি কিছু বলার থাকে না। সাধারণত যখন চুক্তি স্বাক্ষর হয় সিইও এসে চুক্তি করে। আমার অ্যাজেন্ট নাফিসের মাধ্যমে সাজু ভাই যিনি নাটক করে উনি এসেছিলেন। এরপর চুক্তি করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


