বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Yamaha FZ-X নতুন আপডেট নিয়ে ভারতের বাজারে লঞ্চ হয়েছে। যোগ হয়েছে নতুন পেইন্ট স্কিম। অনেকদিন বাদ বাইকের কোনও আপডেট এডিশন লঞ্চ করল সংস্থা। আগের থেকে বাইকের দামও পরিবর্তন হয়েছে। বদলেছে অন-রোড প্রাইসও। দেশের কোন শহরে বাইকের দাম সবথেকে কম জানেন? এই শহরটি হল দিল্লি। আর সবথেকে বেশি দাম বেঙ্গালুরু শহরে।
কলকাতায় বাইকের অন-রোড প্রাইস 1.65 লাখ টাকা, দিল্লিতে 1.54 লাখ টাকা এবং বেঙ্গালুরুতে 1.79 লাখ টাকা। কলকাতা, হায়দরাবাদ ও আহমেদাবাদ শহরে বাইকের দাম একই। নতুন ইয়ামাহা FZ-X বাইকে 3টি রংয়ের বিকল্প পাওয়া যাবে – ম্যাট কপার, ম্যাট ব্ল্যাক এবং ডার্ক ম্যাট ব্লু।
মূলত, ডিজাইন ও রংয়েই পরিবর্তন হয়েছে এই মোটরসাইকেল, হার্ডওয়্যার ও ইঞ্জিন বৈশিষ্ট্য আগের মতোই রয়েছে। মিলবে 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 12.23 হর্সপাওয়ার এবং 13.3 এনএম টর্ক উত্পন্ন করতে পারে। সঙ্গে 5 স্পিড গিয়ারবক্স।
সর্বোচ্চ গতি 115 কিমি প্রতি ঘণ্টা এবং ওজন 139 কেজি। বাইকের ফিচার্সের মধ্যে রয়েছে ফুল LED লাইটিং, USB চার্জিং পোর্ট, ট্র্যাকশন কন্ট্রোল, এলসিডি ডিসপ্লে এবং স্মার্টফোন কানেক্টিভিটি। ফিচার্স ও ইঞ্জিন বৈশিষ্ট্য আগের মতোই রেখেছে সংস্থা।
মোটরসাইকেলের এক্স-শোরুম দাম রয়েছে 1.37 লাখ টাকা। ইয়ামাহা FZ সিরিজের আর দুটি বাইক রয়েছে – FZ S FI (দাম 1.22 লাখ টাকা এক্স-শোরুম) এবং FZS Fi V4 (দাম 1.29 লাখ টাকা এক্স শোরুম)। দুই মোটরসাইকেলেই পাবেন 149 সিসি ইঞ্জিন। শুধু রংয়ে রয়েছে ফারাক।
বাজারে FZ-X এর প্রতিপক্ষ রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার (দাম 1.49 লাখ), বাজাজ পালসার 150 (দাম 1.10 লাখ), হিরো এক্সট্রিম 160R, হন্ডা X-Blade, টিভিএস অ্যাপাচি 160 এবং সুজুকি গিক্সার 155।
ইয়ামাহা FZ সিরিজ ছাড়াও সম্প্রতি R15 বাইকও নতুন পেইন্ট স্কিম-সহ লঞ্চ করেছে সংস্থা। বাকের দাম 1.82 লাখ টাকা (এক্স-শোরুম)। 150 সিসি বাইকের বাজার জমিয়ে তুলতে একসঙ্গে দু’দুটি বাইকের নতুন এডিশন লঞ্চ করেছে ইয়ামাহা।
শুধু পুরনো বাইকের আপডেট এডিশন নয়, গত বচ্ছর ডিসেম্বরে একদম নতুন দুটি মোটরসাইকেলও লঞ্চ করেছে সংস্থা। এগুলি হলো – YZF R3 এবং MT 03, প্রিমিয়াম স্পোর্টস বাইক সেগমেন্টে লঞ্চ হয়েছে এই দুই মোটরসাইকেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।