জুমবাংলা ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি গ্রাহকের টাকা জমা না নেওয়ার নির্দেশনা থাকলেও তা মানছে না অনেক প্রতিষ্ঠান।
আজ এ বিষয়ে ব্যাংকসহ পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, সরকারের ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ এবং বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত নির্দেশনা এড়ানোর উদ্দেশ্যে কিছু সংখ্যক ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান নিজস্ব ব্যাংক হিসাবে গ্রাহক থেকে পণ্য বা সেবা মূল্যের অগ্রিম অর্থ সরাসরি গ্রহণ করছে।
সার্কুলারে আরও বলা হয়, সরকারের ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা অমান্য করে ডিজিটাল কমার্স কোম্পানি বা কোম্পানি সংশ্নিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাবে পণ্য বা সেবা মূল্যের অগ্রিম বাবদ অর্থ সরাসরি জমা নেওয়া যাবে না। এ ধরনের ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের হিসাব পরিচালনার ক্ষেত্রে লেনদেন প্রোফাইলের যৌক্তিকতা যাচাই-বাছাই, লেনদেনের বৈশিষ্ট্য বিশ্নেষণ এবং সামগ্রিক ঝুঁকি বিবেচনায় নিয়ে যথাযথ তদারকি নিশ্চিত করে লেনদেন পরিচালনা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।