আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কর্মীদের গ্রিন কার্ড স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বিদেশি কর্মীদের ভিসাও বাতিল করেছে দেশটি।
হোয়াইট হাউজ জানিয়েছে, এমন সিদ্ধান্তের কারণে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ তৈরি হবে। এতে ক্ষতিগ্রস্ত হবে ৫ লাখের বেশি বিদেশি কর্মী।
Advertisement
এদিকে সমালোচকরা বলছেন, অভিবাসন আইন আরো শক্তিশালী করতেই গ্রিন কার্ড ও ভিসা নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে এক লাখ ৭০ হাজার নতুন গ্রিনকার্ডধারী বিপাকে পড়বেন।
তবে এরই মধ্যে যারা যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন, তাদের কোনও সমস্যা হবে না। শুধু বিদেশিদের কর্মক্ষেত্র কমাতে নতুন করে ভিসা দেয়া বন্ধ রাখতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।