জুমবাংলা ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্রিন টিভির সম্প্রচার পঞ্চমবারের মতো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগেও চারবার গ্রিন টিভির সম্প্রচার বন্ধ করেছিল বিএসসিএল। তবে বকেয়া বিল পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ায় সেবা কার্যক্রম আবার চালু করা হয়।
বিজ্ঞপ্তিতে বিএসসিএল জানায়, সম্প্রচার সেবার বকেয়া মূল্য পরিশোধে বারবার ব্যর্থ হওয়া এবং বকেয়া পরিশোধের জন্য পাঠানো নোটিশগুলোর শর্ত বারবার ভঙ্গ করায় গ্রিন টিভির স্যাটেলাইট সম্প্রচার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব বকেয়া পরিশোধ করলে গ্রিন টিভিকে আবারও সম্প্রচার সেবা দেওয়া হবে। না হলে বিদ্যমান চুক্তি বাতিল করে বকেয়া আদায়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেবে বিএসসিএল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসসিএলের সঙ্গে গ্রিন টিভির টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা গ্রহণেরও চুক্তি আছে। তবে টিআরপি সেবা গ্রহণের চুক্তি অনুযায়ী বিল পরিশোধ না করায় মে মাস থেকে তাদের টিআরপি সেবা বন্ধ রাখা হয়েছে। বর্তমানে এই চুক্তি বাতিলের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিএসসিএল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।