আপনি যদি বসন্তের সময় আপনার বাগানে রোপনের কাজ শুরু করেন তাহলে আপনাকে পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের কাজে সময় দিতে হবে। বিশেষ করে গ্রীষ্মের মাঝামাঝি সময়ে বেশ কিছু বিষয়ে বাগানে রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। আজ এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হবে।
বাগানে লাগানো বহুবর্ষজীবী উদ্ভিদের শুকনো বাদামী ফুলের মাথাকে কেটে ফেলুন। এতে আপনার বাগান যেমন আরো ভালো দেখাবে তেমনি নতুন করে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে।
আপনার বাগানে যদি কীটপতঙ্গের সমস্যা থাকে তাহলে এ সমস্যার সমাধানের পদ্ধতি খুঁজতে হবে। কীটপতঙ্গ যেনো পরাগায়নের কোন ক্ষতি না করে এ বিষয়ে খেয়াল রাখতে হবে। কীটপতঙ্গ থেকে পরিত্রাণের জন্য উপায় খুঁজে বের করুন। গ্রীষ্ম এর মাঝামাঝি সময় বাগানে এমন কীটপতঙ্গ থাকতে পারে যা অনেক ক্ষতিকারক।
আপনি যদি টমেটো চাষ করেন তাহলে গ্রীষ্মের সময়ে রোদের তাপে বেশ কিছু টমেটো পচে যেতে পারে। এ বিষয়টি নিয়ে একদম চিন্তিত হবেন না। কেননা এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। পচে যাওয়া টমেটোগুলো সরিয়ে ফেলুন যাতে স্বাস্থ্যকর টমেটোর জন্য জায়গা থাকে।
এমন কোন কাজ করবেন না যাতে আপনার বাগানের মাটির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় বা মাটি বাজেভাবে ক্ষয় হয়ে যায়। এতে যদি আপনি সবজি চাষ করেন তাহলে দিন শেষে তা স্বার্থকর হবে না।
বাগানের মাটির ঘাস নিয়মিত ছাঁটাই করুন। ঘাস যাতে বেশি বড় না হয় সেদিকে লক্ষ্য রাখুন। এতে আপনার মাটি ঠান্ডা থাকবে। পাশাপাশি নতুন ঘাস জন্মানোর সুযোগ তৈরি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।