
স্পোর্টস ডেস্ক: বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। শেষ ম্যাচে হোঁচট খেয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষ থেকে গ্রুপের রানার্সআপ হয়েছে তারা। আর গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে গেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।
বুধবার রাতে জেনিতের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে চেলসি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই টিমো ওয়ার্নারের গোলে এগিয়ে যায় তারা। তবে ৩৮ মিনিটে ক্লাউদিনহোর গোলে সমতায় ফেরে জেনিত। তিন মিনিট পর গোল করে জেনিতকে লিড এনে দেন আজমন।
ম্যাচের ৬২তম মিনিটে রোমেলু লুকাকু ও ৮৫তম মিনিটে ফের ওয়ার্নার গোল করে ফের চেলসিকে ৩-২ গোলে এগিয়ে দেন। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল হজম করে ম্যাচ ড্র করে চেলসি।
চেলসির ড্রয়ের দিনে মালমোর বিপক্ষে ১-০ গোলের জয় পায় জুভেন্টাস। ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে জুভেন্টাস। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চেলসি হয়েছে রানার্সআপ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।