Advertisement
স্পোর্টস ডেস্ক: স্কটল্যান্ডকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা পঞ্চম ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। আজ শারজায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে উঠল দারুণ ফর্মে থাকা দলটি।
স্কটিশরা মূল পর্ব থেকে বিদায় নিল কোনো জয় ছাড়াই।
ম্যাচে শোয়েব মালিকের ঝড়ো ফিফটি এবং বাবর আজমের ক্যামিও ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানের বড় স্কোর পায় পাকিস্তান। জবাবে খেলতে নেমে ১১৭ রানে থামে স্কটিশদের ইনিংস।
ব্যাট হাতে শারজার মাঠে রীতিমতো ঝড় তুলেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। শেষ দুই ওভারে তোলেন ৪৩ রান। সেই সঙ্গে চলতি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতক তোলার ক্ষেত্রে লোকেশ রাহুলের রেকর্ডে ভাগ বসান মালিক। শেষ পর্যন্ত খেলে গিয়ে মাত্র ১৮ বলে অপ্রতিরোধ্য ৫৪ রান করেন। এছাড়া ৫ রানে অপরাজিত থাকেন আসিফ আলি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।