জুমবাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের মূলধারার অর্থনীতিতে বাংলাদেশের হিস্যা বাড়াতে যুক্তরাষ্ট্রের মুল ধারার অর্থনীতি ও বাজারে বাংলাদেশের অন্তর্ভুক্তি বাড়াতে গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তি সই করেছে এফবিসিসিআই।
রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত “বঙ্গবন্ধুর ভিশন ও বাংলাদেশী ইমিগ্রান্ট ডে” শীর্ষক সেমিনারে এই চুক্তি সই হয়। চুক্তিতে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন ও গ্রেটার নিউ ইয়র্ক চেম্বারের সভাপতি মার্ক জেফ স্বাক্ষর করেন।
বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে পেয়ে এসেছে বলে মন্তব্য করেন সভাপতি।
এসময় মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যও আমদানির আহ্বান জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৭৪ সালে বাংলাদেশ সর্বোচ্চ ৯.৬% প্রবৃদ্ধি অর্জন করেছিলো। বিগত দশকে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতির পরেও প্রবৃদ্ধি অর্জনে বঙ্গবন্ধুর রেকর্ড এখনো অটুট রয়েছে।
বাংলাদেশের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বৈদেশিক নীতি মূলত বঙ্গবন্ধুর মৌলিক মূল্যবোধ ও দর্শনের সফল প্রতিফলন বলে মন্তব্য করেন সভাপতি।
বেসরকারি খাতকে শক্তিশালী ও আধুনিক করতে বাংলাদেশ বেশকিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, যা দেশের শিল্পায়ন ও রপ্তানি নির্ভর প্রবৃদ্ধি অর্জনকে নিশ্চিত করেছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মোঃ জসিম উদ্দিন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel