বিনোদন ডেস্ক: ‘কেন আমাকে গ্রেপ্তার করা হলো, তা আমি বুঝতে পেরেছি। আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথা জানিয়েছি।’নিজের গ্রেপ্তারি পরোয়ানায় এমনটাই লিখেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। নিচে তার স্বাক্ষরও দেওয়া আছে।
আরিয়ানকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস(এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে- ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে মু্ম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।
এনসিবি সূত্রে খবর- সেই পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। আরিয়ানের লেন্স রাখার বক্স থেকেও মাদক উদ্ধার করেন এনসিবির লোকজন। কর্ডেলিয়া নামে সেই প্রমোদতরীর পার্টিতে উপস্থিত ছিলেন আরও বেশ কিছু তারকা। কিন্তু এনসিবি যখন হানা দেয়, তখন তাদেরকে মাদক সেবন করতে দেখা যায়নি।
এনসিবি সূত্রে জানা গেছে, খতিয়ে দেখা হচ্ছে আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন সবকিছুতেই নজর বুলানো হচ্ছে। কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তাও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন আরিয়ান, সেটিও এখন তদন্তকারীদের নজরে।
এ বিষয়ে শাহরুখ বা গৌরী এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। শাহরুখ তার ছেলের জন্য ভারতের বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডকে নিয়োগ করেছেন।
এদিকে আরিয়ানের গ্রেপ্তারের খবর শুনে রোববার (৩ অক্টোবর) রাতে শাহরুখ খানের বাংলোতে হাজির হয়েছিলেন সালমান খান। সাদা রঙের রেঞ্জ রোভার গাড়ি ছুটিয়ে এদিন থমথমে মান্নতে পৌঁছান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।