বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর অভিনেতা নাদিম খানকে গ্রেপ্তার করা হয়েছে। এক গৃহকর্মীকে টানা প্রায় এক দশক ধরে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। অভিযোগ, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওই নারীকে বারবার যৌন নির্যাতন করা হয়েছে। এই ঘটনার পর অভিনেতাকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বর্তমানে নাদিম খান মুম্বই পুলিশের হেফাজতে রয়েছেন এবং গোটা বিষয়টি তদন্তাধীন। নাদিম খান বেশ কয়েক বছর ধরেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত। টেলিভিশন, সিনেমা এবং ওটিটি তিন মাধ্যমেই তিনি কাজ করেছেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তাকে সহায়ক বা পার্শ্বচরিত্রে দেখা গেছে।
চলচ্চিত্রের পাশাপাশি থিয়েটারেও সক্রিয় ছিলেন নাদিম। একাধিক মঞ্চনাটকে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার। নাদিম খান ইতিমধ্যেই অমিতাভ বচ্চন, অসরানি, আদিল হুসেন ও সঞ্জয় মিশ্রের মতো বর্ষীয়ান অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তারকাদের সঙ্গে তোলা একাধিক পুরনো ছবিও দেখা যায়।
প্রসঙ্গত, নাদিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মিমি, বধ, মুখবির: দ্য স্টোরি অফ এ স্পাই, মিসেস সিরিয়াল কিলার এবং ধড়ক। পরিচালক আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’-এ নাদিম খানকে দেখা গেছে রেহমান ডাকাতের রাঁধুনি আহলাকের ভূমিকায়। চলচ্চিত্রের এক নির্মম দৃশ্যে দেখা যায়, সত্য বের করার জন্য রণবীর সিংয়ের চরিত্র হামজা মাজহারি তার আঙুল কেটে নেয়। শেষ পর্যন্ত গুপ্তচর হিসেবে ফাঁস হয়ে যাওয়ার পর আহলাক চরিত্রটির মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


