পুলিশের পোশাক পরে বিজ্ঞাপনে অভিনয় করায় অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। তাঁদের অভিযোগ এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
জানা যায়, এ অভিনেতা সম্প্রতি একটি অনলাইন গেমিং অ্যাপের জন্য তৈরি হওয়া বিজ্ঞাপনে অভিনয় করেছেন। আর সেটার কারণেই সমস্যায় পড়েছেন তিনি।
এই বিজ্ঞাপনে নওয়াজুদ্দীন সিদ্দিকী পুলিশের পোশাক পরে অভিনয় করেছেন। আর তাতেই নাকি পুলিশের সম্মানহানি হয়েছে বলে দাবি করেছে ওই হিন্দুত্ববাদী সংগঠন। কারণ পুলিশের পোশাকে নওয়াজকে গেম খেলে টাকা উপার্জনের কথা বলতে শোনা গেছে।
এভাবে পুলিশের ড্রেস পরে বিজ্ঞাপনে এমন কথা বলা অত্যন্ত নিন্দাজনক বলে তারা তাদের লিখিত অভিযোগে জানিয়েছেন। তাদের মতে এই বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে সমস্যা পরে আরও বাড়বে।
তবে কেবল নওয়াজুদ্দীন সিদ্দিকীর নামেই যে অভিযোগ জানানো হয়েছে সেটাই নয়। এই গেমিং অ্যাপের মালিকের নামেও অভিযোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।