বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের দায়ের করা মামলায় যেকোনো সময় গ্রেফতার হতে পারেন নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসাইন সুবহা।
১৭ ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫, ২৬, ২৯, ৩৫ ধারায় মামলা করেছেন সুবহার স্বামী ইলিয়াস হোসাইন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি শাহ হুমায়রা সুবহা গত ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং উল্টো স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন।
এ বিষয় ইলিয়াস বলেন, আমি দুই মাস চুপ ছিলাম। নিজের সম্মানের কথা ভেবে কিছু বলিনি। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ যে মিথ্যা তা সবার জানা প্রয়োজন। বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়ে আমার সম্মানহানি করা হয়েছে, তা সবাই দেখেছেন। তাই আইনের আশ্রয় নিলাম।
গত বছরের ১ ডিসেম্বর সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবহা। বিয়ের ১ মাস না পেরুতেই তাদের সংসারে নেমে আসে সংঘাত। এরপর গত ৩ জানুয়ারি যৌতুক চেয়ে মারধরের অভিযোগে ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের সুবহা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।