ইতিহাসের সবথেকে খারাপ সময় পার করছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। রবার্ট ডাউনি জুনিয়র মার্ভেলের সিনেমার পর্দায় আর ফিরছেন না। তিনি আইরন ম্যান হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন এবং দুর্দান্ত অভিনয় করেছেন। মার্ভেলের জন্য এটি এক বিরাট ক্ষতি।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স তাদের ইতিহাসে সবথেকে কম আয়ের রেকর্ড গড়েছে। এবার মার্ভেল থেকে বাদ পড়লেন আরেক হলিউড তারকা জনাথন মেজর্স। মার্ভেলের এ ধরনের সিদ্ধান্তে সমর্থকরা হতভম্ব হয়ে গেছেন। কেনো মার্ভেল এ ধরনের কাজ করছেন তা জানতে চাইছেন তারা।
এ বছর মার্ভেলের ঝুলিতে যুক্ত হয়েছে অনেক হতাশাজনক রেকর্ড। এটির ৩৩ তম সিনেমা দ্য মার্ভেলস মুক্তি পেয়েছিল গত ১০ নভেম্বর। ২২০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি প্রথম দিনে ঘরে তুলেছিল মাত্র ৪৬ মিলিয়ন ডলার।
ইতিহাসে এতটা কম আয় এর আগে কখনো করেনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। বৈশ্বিকভাবে মাত্র উনিশ কোটি টাকা নিয়ে সিনেমাটিকে ফিরতে হয়েছে। বক্স অফিসে গড়ে সর্বনিম্ন রেকর্ড করলো মার্ভেল।
অন্যদেরকে জনাথন মেজর তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে গেলেন। প্রাক্তন প্রেমিকার করা মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। মার্ভেল সাম্প্রতিক সময়ে ঘোষণা দিয়েছেন যে, তারা আর মেজর্সের সঙ্গে কাজ করবেন না।
মার্ভেল সিদ্ধান্ত নিয়েছেন যে, তাদের মাল্টিভার্স এর স্টোরিতে জনাথনের পরিবর্তে অন্য কাউকে নিয়োগ দেয়া হবে। জনাথানের বিরুদ্ধে এর আগে বেশ কয়েকটি মামলা এবং অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
জোনাথনকে মূল চরিত্র ধরে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স মাল্টিভার্স এর স্টোরি সাজিয়েছিল। কিন্তু মনে হচ্ছে তাদেরকে এখন সবকিছু নতুন করে ভাবতে হবে। মার্ভেলের লকি সিরিজের গুরুত্বপূর্ণ অংশ তিনি। নতুন তারকাদের নিয়ে সিনেমায় ফিরতে হবে মার্ভেলকে। বিশ্বজুড়ে মার্ভেলের সিনেমার ভক্তরা দুর্দান্ত কিছুর অপেক্ষায় আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।