গ্র্যাজুয়েট হলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ
বিনোদন ডেস্ক: গ্র্যাজুয়েট হলেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে তিনি ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বুধবার ফারিণ তার বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে অংশ নেন।
সেখানে আনন্দঘন মুহূর্তের কিছু ছবি প্রকাশ করে ফারিণ ক্যাপশনে লিখেছেন ‘ফাইনালি বিবিএ গ্র্যাজুয়েট’। ছবি পোস্টের ২১ ঘণ্টার মধ্যে এই অভিনেত্রীর পোস্টে ২ লাখ ১০ হাজার লাইকস ও ১২ হাজারের বেশি ভক্ত শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে মন্তব্য করেন।
নাটকে কাজ কমিয়ে দিয়েছেন তাসনিয়া ফারিণ। তার ব্যস্ততা এখন ওটিটিতে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস এন্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে কাজের পর সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘কারাগার’ ওয়েব সিরিজের দুই পার্টেই নজর কাড়েন এই অভিনেত্রী।
দেশের বাইরে ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে ফারিণের। গেল ৩ ফেব্রুয়ারি তার অভিনীত কলকাতার ছবি ‘আরও এক পৃথিবী’ মুক্তি পেয়েছে। অতনু ঘোষের পরিচালনায় এতে আরও অভিনয় করেছে কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যসহ অনেকে।
শোনা যাচ্ছে, শিগগির হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফারিণ। তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। কিছুদিনের মধ্যেই হয়তো ঘোষণা আসতে পারে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.