প্রবাস ডেস্ক : মুসলিম কমিউনিটি এসোসিয়েশন, ব্রেমেনের আয়োজনে সোমবার (১৮ মার্চ) একটি গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জার্মানির ব্রেমেনের ইসলামিক ফেডারেশন হল রুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশন, জার্মানির সভাপতি ড. আবদুল্লাহ আল মামুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিএমজি ব্রেমেন শাখার সম্মানিত শিক্ষা বিষয়ক সেক্রেটারি বিলাল গুণেই।
সহসভাপতি ওমের ফারুক চোবান ও বোরহান উদ্দিনে উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ আসাদুজ্জামান।
এতে সভাপত্বিত করেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশন, ব্রেমেনের সভাপতি আবদুল্লাহ গালিব ফুয়াদ।
ব্রেমেনে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও চাকুরীজীবিদের পাশাপাশি অন্যান্য দেশের অনেক শিক্ষার্থীসহ আইজিএমজি এর স্টুডেন্ট উইংস এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুসলিম কমিউনিটি এসোসিয়েশন (MCA) জার্মানি, ব্রেমেন শাখা কতৃক আয়োজিত ইফতার মাহফিল যেন জার্মানির ব্রেমেনের বুকে বাংলাদেশিদের এক মিলনমেলা।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, ক্ষমা ও মহান আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ মিলে রমজান মাসে। এ মাসে বিশেষ কিছু আমলের সুযোগ পাওয়া যায়। এ সময়টায় আল্লাহকে যতটা আন্তরিকতার সঙ্গে ডাকা হবে, মহান আল্লাহ ততটা আন্তরিকতার সঙ্গে আমাদের ডাকে সাড়া দেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।