চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে পাঁচ দেশ থেকে অংশগ্রহণ করছে পাঁচটি দল। বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বিপিএলের দল রংপুর রাইডার্স। মিরপুরে এ নিয় সংবাদ সম্মেলন আয়োজন করে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও।
শুরুতে ফাহিম বলেন, ‘সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। বাংলাদেশের একটা দল গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে, এমনটা আগে কখনও হয়নি। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে।’
রংপুর রাইডার্সকে নিয়ে বেশ উচ্চাশাই প্রকাশ করেছেন বিসিবির এই পরিচালক, ‘রংপুর রাইডার্সকে অভিনন্দন। তারা এই মুহূর্তে যতগুলো দল ছিল, তাদের মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে। একটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে, সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে। আমরা আশা করবো তারা ওখানে ভালো করবে।’
চোখ বেঁধে বউয়ের সঙ্গে উদ্দাম রোমান্সে, ভুলেও কারও সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ
ফাহিম জানালেন রংপুর দল পুরো দেশের প্রতিনিধিত্ব করবে, ‘শুধু ভালো করাই না, এটা একটা অভিজ্ঞতা। আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা না, তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করবো তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।