বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ২০২১ সালে সবচেয়ে বেশি আলোচিত যেসব স্মার্টফোন এর হিসেব-নিকাশ জানাবো আজ। বিদায় নিল ২০২১। অন্যান্য বছরের মতো ২০২১ সালটাও ছিল বেশ ঘটনাবহুল। মহামারিসহ নানা কারণে বছরটি ইতিহাস হয়ে থাকবে। বাজারে অন্যান্য পণ্যের মত গেল বছর একের পর এক প্রযুক্তিপণ্য মার্কেটে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে নতুন নতুন সংকটও তৈরী হয়েছে। যেমন- চিপ সংকটে আইফোন তৈরিও কমেছে। সেই সঙ্গে ফেসবুক বিভ্রাট, ইলন মাস্কের নতুন উদ্ভাবনী সব মিলিয়ে নতুন এক মাত্রা যুক্ত হয়েছিল বছরটিতে।
স্মার্টফোনের জগতে আধুনিক সব প্রযুক্তি নিয়ে বাজারে এসেছে একের পর এক নতুন পণ্য। গুগল থেকে শুরু করে আইফোনের নতুন তিনটি ফোন এসেছে বাজারে। ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে একের পর এক নতুন নতুন ফিচার সমৃদ্ধ স্মার্টফোন আনছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
ফোনগুলোর মধ্যে পাওয়ারফুল ক্যামেরার কারণে শিরোনামে এসেছে কিছু ফোন। দেখে নিন ২০২১ সালের এমনই কিছু সেরা ক্যামেরা ফোন। ২০২১ সালে সবচেয়ে বেশি আলোচিত যেসব স্মার্টফোন, চলুন জেনে নেওয়া যাক এ বছর আলোচনার শীর্ষে থাকা স্মার্টফোন কোনগুলো-
আইফোন ১৩ প্রো
২০২১ সালের লঞ্চ হওয়া সেরা ক্যামেরা ফোনের কথা বলা হলে সবার শুরুতে এই ফোনটি রাখতেই হবে আপনার। ফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। iOS 15, upgradable to iOS 15.2 ব্যবহার করা হয়েছে এতে। চিপসেট থাকছে Apple A15 Bionic (5 nm)। আইফোন ১৩ প্রোতে একটি নতুন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে যা ছবির জন্য ৪৭% এর বেশি আলো ক্যাপচার করতে পারে। কোম্পানি এতে ১.৭ ইউএম সেন্সর পিক্সেল ও এফ/১.৬ অ্যাপারচারসহ সেন্সর শিফট অপটিক্যাল স্ট্যাবিলাইজেশনও দিয়েছে এই ফোনে। এর নাইট মোড খুব দ্রুত কাজ করে। ব্যাটারি হেসেবে থাকছে Li-Ion 3095 mAh, সাথে ২৩ ওয়াটের ফাস্ট চাজিং। আইফোন ১৩ প্রোর দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে।
আইফোন ১৩
ক্যামেরা ফোনের তালিকা করলে দ্বিতীয় অবস্থানে অ্যাপলের আইফোন ১৩ নির্দিধায় রাখাই যায়। ফোনটিতে দ্রুতগতির নতুন একটি চিপ থাকছে, যাকে বলা হচ্ছে এ১৫ বায়োনিক। ফোনটিতে একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাবেন। এতে রয়েছে এফ/২.৪ অ্যাপারচার। এই ফোনের ক্যামেরার প্লাস পয়েন্ট এর সিনেম্যাটিক ভিডিও মোড। এই রাক ফোকাস সাপোর্ট করে। এই ফোন দিয়ে আপনি একটি সিনেমাও তৈরি করতে পারেন। সিনেম্যাটিক মোডে ক্যামেরা নিজেই ফোকাস করা শুরু করে ও বিষয় অনুযায়ী ডিফোকাস করে। সর্বোচ্চ ৫০০ গিগাবাইট স্টোরেজের ব্যবস্থা থাকবে। এছাড়া সর্বনিম্ন স্টোরেজের পরিমাণও থাকবে ১২৮ গিগাবাইট।
স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফোনটি। স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি স্মার্টফোনের প্রচলিত ধারণাকে পাল্টে দিবে। ফোনটিতে রয়েছে স্যামসাং -এর সর্বাধুনিক এবং ইন্টেলিজেন্ট ৬.৮ ইঞ্চির আকর্ষণীয় অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১০ হার্জ থেকে ১২০ হার্জের মধ্যে কনটেন্ট অনুযায়ী অ্যাডজাস্ট হবে এবং যার ফলে হবে ব্যাটারি সাশ্রয়।চোখের ক্লান্তি কমাতে এর ডিসপ্লেতে আছে আই কমফোর্ট শিল্ড। ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী এক্সিনোস ২১০০ প্রসেসর এবং ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যা ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে।এই ফোনে একটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনে দেওয়া হয়েছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ। যার মধ্যে সেকেন্ডারি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের। এতে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। তৃতীয় ক্যামেরাটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। যাতে রয়েছে থ্রি এক্স জুম। এতে আপনি পাবেন ১০ মেগাপিক্সেলের চতুর্থ ক্যামেরা। ক্যামেরাটিতে রয়েছে ১০০ এক্স জুম ফিচার।
গুগল পিক্সেল ৬ প্রো
এই ফোনের পিছনের প্যানেলে পাবেন ট্রিপল ক্যামেরা সেট-আপ। প্রাথমিক ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। এটি ২.৫ এক্স বেশি আলো ক্যাপচার করতে পারে। সেকেন্ডারি ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। এছাড়াও রয়েছে ৪৮ মেগাপিক্সেলের থার্ড সেন্সর। এই ক্য়ামেরা ২০এক্স সুপার রেজলিউশন জুম সাপোর্ট করে। ডুয়েল সিমের (ন্যানো+eSIM) এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১২- র সাহায্যে। এই ফোনে রয়েছে ৫০০৩mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৩০W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ২৩W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন ২১০ গ্রাম।
হুয়াওয়ে মেট ৪০ প্রো
হুয়াওয়ের মেট ৪০ প্রো ফোনটি একটি Kirin 9000 5G প্রসেসর দ্বারা চালিত হয়। হুয়াওয়ের মেট ৪০ প্রো ফোনটিতে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। ডিভাইসটিতে তিনটি ক্যামেরা সেন্সরসহ আপনি ১০এক্স অপটিক্যাল জুম পাবেন। এফ/৪.৪ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেল সুপারজুম ক্যামেরা রয়েছে এই ফোনে। এর পিছনে একটি থ্রিডি ডেপথ সেন্সিং ক্যামেরাও রয়েছে। ফোনটি একটি 4400 mAh ব্যাটারি দ্বারা চালিত হয়।
ওয়ানপ্লাস ৯ প্রো
ফোনটি Qualcomm SM8350 Snapdragon 888 প্রসেসর দ্বারা চালিত হয়। তাছাড়া ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস ৯ প্রোতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাথমিক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৮ মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে। এগুলো ছাড়াও ফোনে একটি ২ মেগাপিক্সেল লেন্স রয়েছে। এছাড়াও স্মার্টফোনটিতে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটিং এর ক্ষমতা সম্পন্ন একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।ফোনটিতে একটি 4500 mAh শক্তিশালী ব্যাটারি রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা
স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির একটি এমলোয়েড ডিসপ্লে। এই স্মার্টফোনে একটি বিশেষ ক্যামেরা দিয়েছে স্যামসাং। এই স্মার্টফোনের পিছনের প্যানেলে প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের। এতে এটি ৫এক্স অপটিক্যাল জুম রয়েছে। স্মার্টফোনে সেলফি তোলার জন্য ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়েছে কোম্পানি। ফোনটি Android 10, upgradable to Android 11, One UI 3.0 দ্বারা পরিচালিত হবে। । ফোনটিতে একটি 4500 mAh শক্তিশালী ব্যাটারি রয়েছে, সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং।
উল্লেখ্য, ২০২১ সালে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যাপলের আইফোন ১২। এরপরের অবস্থানে রয়েছে গ্যালাক্সি A12। আর তৃতীয় অবস্থানে রয়েছে ২০১৯ এ লঞ্চ হওয়া আইফোন ১১। বিশ্লেষকদের তথ্য মতে, এ বছরের প্রথম ত্রৈমাসিকে ১.০৪ বিলিয়নেরও বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। যা ২০২০ সালের প্রথম নয় মাসের তুলনায় প্রায় ৮৮.৬ মিলিয়ন বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।