
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পাঠানিপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী হানিফ পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৪-৩৫৬৯) একটি বাস কক্সবাজারগামী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। তারা হলেন- লোহাগাড়া উপজেলার পূর্ব লোহাগাড়া হাজীরপাড়ার বাসিন্দা আবদুল বারেকের ছেলে সাইফুল ইসলাম (৪১) ও তার ছেলে মোহাম্মদ জাবেদ (১২)। গুরুতর আহত হয়েছেন সাইফুল ইসলামের স্ত্রী ডলি আকতার (২৮)। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরাফাত জানান, আহত ডলি আকতারকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তিনি আরও জানান, ঘাতক হানিফ পরিবহনের বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতরা নগরীর পূর্ব শহিদ নগর বায়েজিদ ৩নং ওয়ার্ড এলাকায় ভাড়া থাকতেন। তারা তিনজনই মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়া উপজেলায় নিজ বাড়িতে যাচ্ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


