ফোল্ডেবল ফোন যে বর্তমান মার্কেটে কতটা জায়গা করে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। শুরুতে জনপ্রিয়তা তেমন না থাকলেও বর্তমানে তা বেড়েই চলেছে। এর অন্যতম কারণ হচ্ছে ট্র্যাডিশনাল মোবাইল ফোনের ডিজাইন থেকে এটি বেশি আলাদা। তাছাড়া এটি দেখতে বেশ স্টাইলিশ।
যারা ভিন্ন লুকের স্মার্টফোন পছন্দ করেন এবং আকর্ষণীয় হওয়া চাই তাদের জন্য ফোল্ডেবল ফোন আদর্শ হতে পারে। বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড কোম্পানি ফোল্ডেবল ফোনের ডিজাইন নিয়ে চমৎকার কাজ করে চলেছে। আপনি জেনে অবাক হবেন যে, motorola এমন একটা ডিজাইন সামনে নিয়ে এসেছে যা রোল করতে পারে এবং ঘড়ির মতো হাতে ব্যবহার করা যাবে।
এ ধরনের ডিজাইন চমক সৃষ্টি করছে। তবে এখনই খুব বেশি উৎসাহী হওয়ার কারণ নেই। কেননা এ ধরনের ফোনের ডিজাইন শুধুমাত্র কনসেপ্ট হিসেবে সবার সামনে নিয়ে আসা হয়েছে। এ ধরনের ডিভাইস খুব শীঘ্রই বাজার আসবে বিষয়টি সেরকম নয়।
এ ধরনের টেকনোলজি গ্রাহকরা কীভাবে নেবেন তা বোঝার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের ইনোভেশন এর মাধ্যমে মটোরোলা দেখিয়ে দিল যে প্রযুক্তির জগতে তাদের অবস্থান বেশ শক্তিশালী। তারা তাদের রিসার্চ এবং ডেভেলপমেন্টের নমুনা সবার সামনে প্রকাশ করল।
মটোরোলা এ ধরণের ডিজাইনের পেটেন্ট নিজের কাছে রেখে দেওয়ায় অন্য কোন ব্র্যান্ড তা কপি করতে পারবে না। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ ফোনের নমুনা সর্বপ্রথম দেখানো হয়। তখনই প্রযুক্তির দুনিয়ায় তা চমক সৃষ্টি করে। সবাই আশাবাদী যে, আগ্রহী কাস্টমারের যেনো এ ধরনের ফোন ক্রয় করতে পারে তার জন্য মার্কেটে তা ছাড়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।